আমুদরিয়া নিউজ : ভ্রাম্যমাণ রক্তদান উৎসব শুরু হল শিলিগুড়িতে। মঙ্গলবার শিলিগুড়ি সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই রক্তদান উৎসব উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শহরের বাঘা যতীন পার্ক থেকে এই শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রম করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এদিনের শোভাযাত্রায় হাঁটেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা সহ অন্যান্য সমাজ সেবী সংগঠনের সদস্য ও নার্সিং পড়ুয়ারা। এবছর সংস্থার ২৬ তম রক্তদান উৎসব হচ্ছে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই ভ্রাম্যমাণ রক্তদান উৎসব চলবে। রক্তদান সম্পর্কে জনগণকে উৎসাহিত করা এবং সচেতন করার জন্য এই প্রয়াস বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, এই সংস্থা গত ২৬ বছর ধরে এই মহৎ কাজ করছে। আন্তরিকতার সঙ্গে করছে। এই রক্তদানকে একটি উৎসবের রূপ দিচ্ছে। খুব ভালো লাগছে। আমরাও এতে সামিল হয়েছি। রক্তদান উৎসবে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।