আমুদরিয়া নিউজ: বাংলাদেশে এবার ভাঙচুর করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক ভিটে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান রবীন্দ্রনাথের পরিবারের কাছারিবাড়ি। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত দোতলা বাড়িটি দেখতে প্রতিদিন বহু মানুষ হাজির হন। বাড়িটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ব বিভাগের অধিগ্রহণে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সেখানে ঘুরতে আসা এক পরিবারের সঙ্গে বচসা বাঁধে বাড়িটির দায়িত্বে থাকা সরকারি কর্মীদের। পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। যা বচসা থেকে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, ওই দর্শনার্থীদের আটকে রেখে মারধর করা হয়। আক্রান্ত দর্শনার্থী পরিবার পরে দলবল নিয়ে এসে হামলা, ভাঙচুর করে। এরপরই অনির্দিষ্টকালের জন্য সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।