আমুদরিয়া ডেস্ক: খুনের চেষ্টার অভিযোগে তেলেঙ্গনার একজন বিধায়ককে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর নাম আরেকাপুদি গান্ধী। তিনি ওই বিধানসভার পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। তেলেঙ্গনারই আরেক বিধায়ক পদি কৌশিক রেড্ডির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ওই ঘটনার ধৃতের ছেলে সহ আরও ২ জনের নামও যুক্ত। তাঁদেরও পুলিশ গ্রেফতার করেছে। চম্বলের শেষ কুখ্যাত ডাকাত গুড্ডু গুর্জারকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার ‘শেষ’ ডাকাত বলা হয় গুড্ডু গুর্জারকে।
মধ্যপ্রদেশের মোরেনার স্থানীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২২ সালের নভেম্বরে গোয়ালিয়র জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ঘাটিগাঁওয়ের বাসোটা জঙ্গলে পুলিশের সাথে এনকাউন্টারের সময় ধরা পড়ে সে।
প্রায় এক দশক ধরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র-চাম্বল অঞ্চলের অভ্যন্তরীণ এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল গুর্জার। মোরেনা জেলার অন্তর্গত নুরাবাদ গ্রামে এক যুবককে হত্যা এবং বৃহস্পতিবার মোরেনার স্থানীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।