আমুদরিয়া নিউজ : মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল করেছে কোচবিহারের তিন কন্যা। এখন তাঁদের জয়জয়কার কোচবিহারে। তিনজনের নাম হল মিসকাতুন নাহার, অলতাহেরা বানু এবং ইসমোতারা পারভিন।
মিশকাতুন নাহার। যাঁর বাড়ি কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের অন্তর্গত বড় নলধন্দ্রা গ্রামে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। সে মাধ্যমিকে মাদ্রাসা পরীক্ষায় জেলায় দ্বিতীয় স্থান পেয়েছে। সে বড় নলধন্দ্রা এইচ কে হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। তার মোট প্রাপ্ত নম্বর রয়েছে ৬৯০। তার বাবা নাম মোকসেদ আলি। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তারা দুই ভাই বোন। তার এক ছোট্ট ভাই রয়েছে। তার বাবার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। মিশকাতুনের স্বপ্ন হল একজন ডাক্তার হওয়া। সে জন্য লেখাপড়া চালিয়ে যাবে। তাকে সাহায্য করতে অনেকেই আশ্বাস দিয়েছেন। দেখা যাক, কতজন সাহায্য করেন।
আরও দু কন্যার কথা বলব। এরা হল, কাজি নজরুল হাই স্কুলের দুই ছাত্রী অল তাহেরা বানু এবং ইসমোতারা পারভিন। দুজনে উচ্চ মাধ্যমিকে ভাল ফল করেছেন। তাঁদের দুজনের স্বপ্ন হল তাঁরা নার্স হতে চান। অলতাহেরা বানুর মোট প্রাপ্ত নম্বর ৪৫৩। তার বাবা আবু তাহের পেশায় একজন প্রাইভেট টিউটর। অপরদিকে ইসমোতারার প্রাপ্ত নম্বর ৪২১। তাঁর বাবা মোজামিল আলি পেশায় একজন কৃষক। প্রান্তিক পরিবারের তিন কন্যাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনেকেই।
প্রতিবেদক : রুকসানা পারভিন, রিপোর্টার, আমুদরিয়া নিউজ। আগেও একাধিক নিউজ পোর্টালে যুক্ত ছিলেন।