আমুদরিয়া নিউজ : সোশাল মিডিয়ায লাখ লাখ ভিউ পেতে জলজ্য়ান্ত একটা বানরকে প্রায় বাড়ির পরিচারক বানিয়ে ফেলেছে উত্তরপ্রদেশের রাযবেরিলির একটি পরিবার। তাকে দিয়ে জল আনা, রুটি বানানোয় সাহায্য করা, কাঠকুটো বয়ে নেওয়া সহ নানা কাজ করানোর অভ্যেস করানো হয়েছে। এবার সেই কাজের বিডিও তুলে ইউটিউব চ্যানেল খুলে পোস্ট করছে পরিবারের লোক। তাতে লাখ লাখ ভিউ হচ্ছে। রাণী নামের বানরটির কাজকর্ম দেখে অনেকে স্তম্ভিত। কেউ কেউ মনে করেন, এভাবে একটি বাঁদরকে পরিচারক বানানোটা পশুক্লেশের পর্যায়ে পড়ে।
