আমুদরিয়া নিউজ : আল কায়েদা মদতপুষ্ট একটি জঙ্গি গোষ্ঠী প্রায় ৮ ঘণ্টা লাগাতার হত্যালীলা চালিয়েছে। আনুমানিক ৬০০ জনকে হত্যা করেছে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বারসালোঘোতে গত আগস্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটনাটি সামনে এনেছে বিদেশি একটি সংবাদ সংস্থা।
গত ২৪ আগস্ট বারসালোগোর এলাকায় জঙ্গিরা হামলা করে। সেখানে বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়। নিহতদের বেশির ভাগই ছিল মহিলা ও শিশু। আল-কায়দা মদতপুষ্ট জাময়ত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমের জঙ্গিরা বাইকে করে ওই এলাকায় ঢুকে দিনভর হত্যালীলা চালায়। হামলায় বেচে যাওয়া একজন সংবাদ সংস্থাকে জানান, লাশ তুলতে তাদের তিনদিন লেগেছে।
 
			৮ ঘণ্টায় ৬০০ জনকে মারল জঙ্গিরা, লাশ তুলতে লাগল ৩ দিন
									Leave a Comment
							
			 
					 
		 
		 
		 
		