আমুদরিয়া নিউজ: ত্বকের ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক নিজেই সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন। ৪৪ বছর বয়সী ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে অস্ত্রোপচারের পরের একটি ছবি দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘‘ত্বকের ক্যান্সার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে।’’ ক্লার্ক আরও লিখেছেন, ‘‘ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’’ সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতেই ত্বকের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। ক্লার্কের এই প্রথমবার ক্যান্সার নয়। ২০০৬ সালে তার প্রথম ক্যান্সার ধরা পড়ে। তার পর থেকে প্রায় ১২ বার তার অস্ত্রোপচার হয়েছে।