আমুদরিয়া নিউজ : লখনউতে বিজেপির এক কর্মশালার পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, মনরেগা (MGNREGA) কার্যত “লুটের গ্যারান্টি”তে পরিণত হয়েছিল। তাঁর দাবি, নরেন্দ্র মোদি সরকারের প্রণীত নতুন ভিবি-জি রাম জি আইনে এক টাকাও দুর্নীতির সুযোগ নেই। রিজিজু বলেন, মনরেগায় ফাঁকফোকর থাকায় বিপুল অর্থ আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ ছিল, কিন্তু নতুন আইনে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা, জোন ও স্যাটেলাইট ম্যাপিংয়ের মাধ্যমে প্রতিটি প্রকল্পের নজরদারি করা হবে। ফলে আর্থিক অনিয়মের সম্ভাবনা নেই বলেই তাঁর দাবি। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর সময় যেমন “ভ্রান্ত প্রচার” হয়েছিল, তেমনই এখন নতুন আইন নিয়েও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি জানান, নতুন আইনে কাজের নিশ্চয়তা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে এবং দেরি হলে ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।