আমুদরিয়া নিউজ : মেসির অনুষ্ঠানে হট্টগোল নিয়ে দলের ভাবমূর্তি ঠিক রাখতে এবার আসরে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর থেকে ফিরে তিনি জানান, যেখানে এক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন সেখানে এখনও এত প্রশ্ন, সমালোচনার মানে হয় না। তিনি দাবি করেন, দেশে নানা ক্ষেত্রে বিশৃঙ্খলা ঘটে চললেও কেন্দ্রীয় সরকারের তরফে ক্ষমা চাওয়া বা দায় স্বীকার করার প্রবণতা প্রায় দেখা যায় না। তাঁর আরও দাবি, তুলনামূলক ভাবে পশ্চিমবঙ্গে দ্রুত পদক্ষেপ করা হয়েছে।