আমুদরিয়া নিউজ : ফুটবলের ইতিহাসে থাকবে কি না জানা নেই। তবে কলকাতার ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে রয়ে যাবে ফুটবল সম্রাট মেসির কলকাতা সফর। হয়তো বলা হবে ‘মেসিস ট্যুর টু কলকাতা ওয়াস মেসি’। তবে একসময়ের রাজধানীতে শোরগোল ঘটিয়ে এবার মেসির পালা এখনকার রাজধানীতে পায়ের ধুলো দেওয়ার। ভারতের মোটামুটি সব বড়ো জায়গাতেই তার আগমন ঘটেছে। এখন তাকে চাক্ষুষ করার সুযোগ পাবেন দিল্লীবাসী। রাজধানী বলে কথা। তার রকম সকম বেশ ভারিক্কীই বলা চলে। মেসিরা রয়েছেন চাণক্যপুরীর লীলা প্যালেস হোটেলে। প্রেসিডেন্সিয়াল সুইটে রয়েছেন মেসিরা। তার এক দিনের ভাড়া ৩.৫ থেকে প্রায় ৭ লক্ষ টাকা। শোনা যাচ্ছে, দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে মূল অনুষ্ঠানের পাশাপাশি একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ প্রোগ্রাম রয়েছে। কিছু কর্পোরেট গোষ্ঠী মেসির সঙ্গে দেখা করার জন্য প্রায় ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। আজ রাজধানীতে প্রধানমন্ত্রী মোদি, ভারতের প্রধান বিচারপতি, কয়েকজন সাংসদ এবং কয়েকজন ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ হবে মেসির। সাক্ষাৎ হবে ক্রিকেটার রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভলিন থ্রো-তে স্বর্ণপদক জয়ী সুমিত আন্তিল, বক্সার নিখাত জারিন এবং হাই জাম্পার নিসাদ কুমারের মতো ভারতীয় ক্রীড়া তারকাদের সঙ্গে। এরপর সন্ধে ৬:১৫ নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন মেসি।