আমুদরিয়া নিউজ : ইজরায়েল ও প্যালেস্টাইন-এর যুদ্ধের জেরে গাজায় এবার ওষুধের আকাল দেখা দিয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও ইজরায়েলের কড়াকড়ির কারণে প্রয়োজনীয় অনেক ওষুধ সেখানে পৌঁছাচ্ছে না। গাজার হাসপাতালগুলোতে এখন অর্ধেকের বেশি জরুরি ওষুধ শেষ হয়ে গেছে। ফলে রোগীরা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। অনেক হাসপাতাল জরুরি অস্ত্রোপচারও করতে পারছে না। চিকিৎসকেরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। গাজার স্বাস্থ্য বিভাগ আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছে, যাতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী দ্রুত গাজায় পাঠানো যায়।