আমুদরিয়া নিউজ: সীমান্ত-সন্ত্রাসে যত দিন পাকিস্তান মদত দেওয়া বন্ধ না করবে, তত দিন সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে। মঙ্গলবার জানিয়ে দিলেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পহেলগাঁওয়ে জঙ্গিহামলার পরই পাকিস্তানের সঙ্গে এই চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছিল ভারত। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরেই প্রশ্ন উঠেছিল, তবে কি এ বার সিন্ধুচুক্তির উপর যে স্থগিতাদেশ জারি হয়েছিল, তা তুলে নেওয়া হবে? মঙ্গলবার জয়সওয়াল জানিয়ে দিলেন, স্থগিতাদেশ বহাল থাকছে। তাঁর কথায়, ‘‘চুক্তির প্রস্তাবনায় বলা হয়েছিল যে, সদিচ্ছা এবং সৌহার্দ্যের আবহেই সিন্ধচুক্তি হয়েছে। কিন্তু গত কয়েক দশক ধরে সীমান্ত-সন্ত্রাসে মদত জুগিয়ে এই চুক্তির নীতিগুলির অপপ্রয়োগ করেছে পাকিস্তান।’’ এর পরেই জয়সওয়াল কড়া বার্তা দিয়ে বলেন, ‘‘পাকিস্তান যত দিন না সীমান্ত সন্ত্রাসে মদত জোগানো বন্ধ করছে, তত দিন ভারত এই চুক্তি স্থগিতই রাখবে।”
