আমুদরিয়া নিউজ: রাজ্যে ডেন্টাল-সহ এমবিবিএস-র ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে স্বাস্থ্যভবন। বিজ্ঞপ্তিতে শুধুমাত্র স্থগিত করার তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি। তবে সূত্রের খবর, ওবিসি জটের কারণেই এই সিদ্ধান্ত। সপ্তাহ দেড়েক আগেই এমবিবিএস ও বিডিএস অর্থাৎ ডেন্টালের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় অর্থাৎ পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দাখিলের কাজ রবিবার রাতে মিটে গিয়েছিল। যার ভিত্তিতে বুধবার ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে বলেই মনে করছেন একাংশ।
