আমুদরিয়া নিউজ: পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে আগুন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে। ট্রেনটি সিরহিন্দ স্টেশনে ঢোকার আগে সেটির একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে সেটি খালি করে দেওয়া হয়। কয়েক মুহূর্তের মধ্যে ট্রেনের কামরায় আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি কামরায়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তত ক্ষণে তিনটি কামরা ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় এক মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন, বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে রেল সূত্রে দাবি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রেল।
