আমুদরিয়া নিউজ: বিধ্বংসী আগুনের কবলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশ। জানা যাচ্ছে, শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ বা পণ্য রাখার স্থানে আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে দমকলের অন্তত ৩০ টি ইঞ্জিন ছুটে যায় সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে। অগ্নিকাণ্ডের জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মহম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। চেষ্টা করা হচ্ছে যাতে তা ছড়িয়ে না পড়ে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।