আমুদরিয়া নিউজ: গাজ়ায় শান্তি ফেরানোর জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে রক্তের বন্যা বইবে। প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইজরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে সোমবার মিশরে আলোচনায় বসতে চলেছে ইজরায়েল ও হামাস। এমন পরিস্থিতিতে এদিন ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘গত সপ্তাহে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের (আরব, মুসলিম এবং অন্যান্য) সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। মূল লক্ষ্য বন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধের অবসান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।’ ট্রাম্পের বক্তব্য, ‘‘আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নাও। এই শতাব্দীপ্রাচীন দ্বন্দ্বের দিকে আমি নজর রেখেছি এবং রাখব। সময়ই আসল, না হলে ব্যাপক রক্তপাত হবে। সেটা কেউ দেখতে চায় না।’’ দু’বছর ধরে চলতে থাকা গাজার যুদ্ধ থামাতে ইজ়রায়েল, হামাস এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তি চুক্তি করতে চাইছেন ট্রাম্প। সেই লক্ষ্যে ২০ দফা প্রস্তাবও দিয়েছেন তিনি।
