আমুদরিয়া নিউজ : জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার পরবর্তী প্ওরধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা হতে চলেছেন মার্ক কার্নি। যদিও তাঁর সরকারি পদে কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। কানাডা এবং আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, কার্নি প্রায়শই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন, এমনকি এক পর্যায়ে প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতিকে হ্যারি পটারের ভিলেন লর্ড ভলডেমর্টের সাথেও তুলনা করেছেন।
