আমুদরিয়া নিউজ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১৪ বছরের ম্যারাথন রানার ফৌজা সিংয়ের। সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীনই ফৌজার মৃত্যু হয়। পাঞ্জাবের জলন্ধরে ১৯১১ সালে জন্ম হয় ফৌজার। ৮৯ বছর বয়সে প্রথম তিনি নামেন রেসের ট্র্যাকে। লন্ডন ম্যারাথনে দৌড়েছিলেন ২০০০ সালে। তারপর একাধিক প্রতিযোগিতায় অংশ নেন। ২০১১ সালে ১০০ বছর বয়সে টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন শেষ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি। অর্জন করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘ম্যারাথন ফিনিশার’-এর খেতাব। এক দিনে আটটি বিশ্বরেকর্ডও গড়েন তিনি। ১০১ বছর বয়স পর্যন্তও ফৌজা বিভিন্ন প্রতিযোগিতামূলক দৌড়ে অংশগ্রহণ করেছেন। ফৌজার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।