আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের সুকমায় যৌথবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল এক মাও নেতার। আহত হয়েছেন তিন জওয়ানও। জানা গিয়েছে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে সুকমা-দান্তেওয়ারা সীমানার কাছে জঙ্গলে যৌথ অভিযান চালায় ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফের জওয়ানরা। সেই সময় দুই পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু এক মাও নেতার। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক। তবে পুলিশ সূত্রে খবর, জঙ্গলে আইইডি বিস্ফোরক পাতা ছিল। অভিযান চলাকালীন সেখানে পা দিতেই আহত হন তিন জওয়ান। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে।