আমুদরিয়া নিউজ: প্রবল তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইটালি, গ্রিস এবং সুইৎজ়ারল্যান্ডে। বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। প্রবল গরমে দাবানলের কারণে তুরস্কের ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দক্ষিণ-পশ্চিম স্পেনের লা গ্রানাদো শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দশকে কখনও এত গরম পড়েনি সে দেশে। এর আগে ১৯৬৫ সালে সেভিয়াতে জুন মাসে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। স্পেনের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বছরের প্রথম তাপপ্রবাহ থেকে কোনও স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। মধ্য পর্তুগালের আলভেগা শহরে পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ অবধি তাপপ্রবাহ চলার পূর্বাভাস রয়েছে সেদেশে। পিছিয়ে নেই ফ্রান্সও। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের শহরগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। তার উপর সে দেশের বিস্তীর্ণ বনাঞ্চলে দাবানল তৈরি হয়েছে। ইতিমধ্যেই বনাঞ্চল লাগোয়া এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে আনা হয়েছে। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। গ্রিসের একাংশেও তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি (সেলসিয়াস)-র ঘরে। ইটালিতেও একই পরিস্থিতি। নেপল্স, পালেরমোর মতো শহরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদদের মতে বিশ্ব উষ্ণায়নের কারণেই গোটা বিশ্বের সঙ্গে এই পরিস্থিতির সাক্ষী হতে হচ্ছে ইউরোপবাসীকে।
