আমুদরিয়া নিউজ : মণ্ডপ সাজানোর কাজে যুক্ত ছিলেন ওই তিন ব্যক্তি। দুই অভিযুক্ত বাইতুল্লাহ খান ওরফে রাজু এবং অজয় মিশ্রকে ১,২০০ টাকা চুরির কাজে সন্দেহ করায় সহকর্মী অনিল ব্রিজলালকে পিটিয়ে খুন করেন। ঘটনাটি ১৪ মার্চে থানের ভিওয়ান্ডির নারপোলির। শনিবার চিকিৎসাধীন অবস্থায় অনিল মারা যান। সোমবার সন্ধ্যায় ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত তাঁদের তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
