আমুদরিয়া নিউজ: এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার অদূরে হাজরা মোড়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক প্রৌঢ়। গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে আটক করে। জানা গেছে, ওই ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স ৫১ বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বর্তমানে কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করেন। পুলিশি জেরার মুখে প্রৌঢ় জানিয়েছেন, তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। অস্ত্রের বৈধ কাগজপত্র তিনি পুলিশকে দেখিয়েছেন। সাধারণত এই ধরনের পিস্তল পাখি শিকারের জন্য ব্যবহার করা হয়। জেরার মুখে পড়ে দেবাঞ্জন দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
