আমুদরিয়া নিউজ: দেশের সুরক্ষায় কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাঁর বার্তা, “আতঙ্কিত হবেন না। বিভ্রান্ত হবেন না। দায়িত্বপ্রাপ্তরা নজর রাখছেন। কোনও তথ্য থাকলে জানাতে পারেন। মেসেজ করতে পারেন।”
একইসঙ্গে ভুয়ো তথ্য বা খবর থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মমতা। বলেন, “সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে। ভুয়ো খবরে কান দেবেন না। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” মমতা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখার জন্য পুলিশ, ডিএম, এসপি-সহ থানার আধিকারিকদের সতর্ক করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। শীঘ্রই ২৪ ঘণ্টার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।