আমুদরিয়া নিউজ: সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দিঘায় রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। ফাটালেন নারকেলও। নির্ধারিত সময় মেনেই দুপুর আড়াইটেয় রথের রশিতে টান পড়ল দিঘায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না। পদপিষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতে রাস্তার দু’ধারে ব্যারিকেড করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ব্যারিকেডের ও পার থেকে রথ দেখতে পারবেন সাধারণ মানুষ। রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন সৈকত শহরে। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মন্দিরের ২ নম্বর গেট থেকে সাধারণ মানুষ অবাধে প্রবেশ করতে পারছেন। মন্দিরের ভিতরে গিয়ে তাঁরা জগন্নাথের পাথরের মূর্তির দর্শন করতে পারছেন। সেই সঙ্গে মন্দিরের ভিতরে সাধারণের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
