আমুদরিয়া নিউজ: আজই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কলকাতায় ফিরেই ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-কে নিশানা করলেন তিনি। বিহারের পর বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর-এর প্রস্তুতি শুরু হয়েছে। ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নিয়ে এদিন মুখ খোলেন মমতা। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কমিশন কি বিজেপির কথা মতো চলছে? কমিশন কি বিজেপির অধীনে? আসলে সব কিছুই চলছে অমিত শাহের নির্দেশে। মনে হচ্ছে, উনিই এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!” এরপরই অমিত শাহকে নিশানা করে মোদীর উদ্দেশে মমতার পরামর্শ, ‘‘আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে— প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন! সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না। উনিই সবচেয়ে বড় মীরজাফর।’’ অমিত শাহকে মমতার আক্রমণ নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মীরজাফর যদি কেউ থাকেন, বাঙালি হিন্দুদের সঙ্গে মীরজাফরের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চক্রান্ত করে।”
