আমুদরিয়া নিউজ: ‘কিং’ ছবির শুটিং চলাকালীন চোট পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার)-এ টুইট করে তিনি লেখেন, ‘শুটিং চলাকালীন আমার ভাই শাহরুখ খানের পেশিতে চোট পাওয়ার খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গেল, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দু’য়েক শুটিং করতে পারবেন না তিনি। ‘কিং’, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার, যার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে শাহরুখ–সুহানা খানের জুটি। তাই এই ছবি নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।
