আমুদরিয়া নিউজ: নাগরাকাটার বামনডাঙ্গায় দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোট সাতজনের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। এদিন মুখ্যমন্ত্রী নিজে হাতে বিলি করেন ত্রাণসামগ্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্যোগে যাদের বাড়ি ভেঙেছে তা শীঘ্রই তৈরি করে দেওয়া হবে। শুধু তাই নয় দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে, তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য বলেও জানিয়েছেন তিনি।
