আমুদরিয়া নিউজ: ভিনরাজ্যে বাংলা বললেই হেনস্তার অভিযোগ ঘিরে একুশের মঞ্চ থেকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষারক্ষায় এদিন আন্দোলনের ডাক দিলেন তিনি। জানালেন, আগামী ২৭ জুলাই অর্থাৎ নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার জেলায় জেলায় মিটিং-মিছিল হবে। ২৬ এর নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে। তাঁর কথায়, এ লড়াই ভাষা বাঁচানোর লড়াই। এ লড়াই আমাদের লড়তে হবে। হুঁশিয়ারির সুরে বললেন, “ভাষা রক্ষার শপথ নিচ্ছি, প্রয়োজনে জীবন দেব, তবু বাংলা ভাষার উপর এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না। বাংলার ভাষা ও সংস্কৃতির উপর কোনও আঘাত সহ্য করা হবে না। কোনও পরিযায়ী পরিবারের উপর যদি অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়ান।” নাগরিক সমাজকে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় আহ্বান জানালেন তিনি।
