আমুদরিয়া নিউজ: কলকাতায় দুর্যোগে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরিও দেওয়া হবে। বুধবার ভবানীপুরে এক পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” এদিকে কলকাতার জলমগ্ন পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে বলে জানিয়েছেন মমতা।
