আমুদরিয়া নিউজ: মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম আমাদের পাড়া, আমাদের সমাধান। কেমন হবে নতুন কর্মসূচি, সে বিষয়েও বিস্তারিত জানান মমতা। বলেন, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এক দিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ। সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। এই কাজের জন্য রাজ্যস্তরে মু্খ্যসচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্ক ফোর্স। জেলাস্তরেও এই টাস্ক ফোর্স তৈরি হবে। ২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। ২ মাস ধরে কাজের মাঝে পুজোয় ১৫ দিন ছুটি থাকবে। বদলে পরবর্তী অন্যদিনগুলিতে কাজ হবে।
