আমুদরিয়া নিউজ: নিঃশর্ত যুদ্ধ বিরতিতে রাজি থাইল্যান্ড এবং কম্বোডিয়া। সোমবার দু’দেশের নেতাদের সঙ্গে বৈঠক সেরে এমনটাই ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এদিন সংঘর্ষবিরতি নিয়ে আলোচনার জন্য থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট উপস্থিত হয়েছিলেন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়। সেখানে আনোয়ারের বাসভবনে শুরু হয় বৈঠক। বৈঠক শেষে ইব্রাহিম বলেন, “তাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় দেশের প্রধানমন্ত্রীই অবিলম্বে সংঘর্ষবিরতির ইচ্ছাপ্রকাশ করেছেন। দু’দেশই পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। দু’দেশই তাৎক্ষণিক ভাবে এবং নিঃশর্ত সংঘর্ষবিরতির জন্য প্রস্তুত। ২৮ জুলাই মধ্যরাত থেকে এটি কার্যকর হবে। দু’দেশের বিবাদ মেটাতে এবং পুনরায় শান্তি স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” গত সপ্তাহ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই পড়শি দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এখনও পর্যন্ত দুপক্ষের মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।
