আমুদরিয়া নিউজ : অনেকদিন পরে নিজের ছোটবেলার দেশ পাকিস্তানে ফিরতে পেরে অভিভূত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তিনি শনিবার সেখানে ইসলামিক বিশ্বে মেয়েদের শিক্ষার বিষয়ে একটি বিশ্ব সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। তিনি তাঁর জন্মভূমি পাকিস্তানে ফিরতে পেরে উচ্ছ্বসিত।
২০১২ সালে স্কুলে পড়ার সময়ে পাকিস্তানের তালিবানদের একজন তাকে গুলি করে। তার পরে তিনি বিদেশে চিকিৎসার জন্য গিয়ে ফেরেননি। পরে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি আফগানিস্তানে মেয়েদের কেন ঘর থেকে বেরোনো, পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি হয়েছে তা নিয়ে সরব হন। ওই সম্মেলনে আফগানিস্তানের তালিবান সরকারকে আমন্ত্রণ জানিয়ে সাড়া মেলেনি বলে পাকিস্তানের দাবি।