আমুদরিয়া নিউজ: বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে যোগ দিয়েছিলেন। তার পরের দিনই হাসপাতালে ছুটতে হল মডেল তথা অভিনেত্রী মালাইকা অরোরাকে। বৃহস্পতিবার সকালে ছেলে আরহান খানকে নিয়ে লীলাবতী হাসপাতালে দেখা যায় অভিনেত্রীকে। মাস্কে ঢাকা ছিল মুখ। হাসপাতালে মালাইকাকে দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। যদিও অভিনেত্রীর টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, গুরুতর কিছু নয়! রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি।
 
					 
			 
		 
		 
		 
		