সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১৫ জানুয়ারি: পিকনিকের মরশুম এলেই মনের মাঝে গুনগুনিয়ে ওঠে একটি গানের কলি ‘মহুয়ায় জমেছে আজ মৌ গো ‘, মৌ এর লোভে মৌমাছিরা যেমন ভীড় জমায় মহুয়া বনে তেমনি পিকনিক প্রেমী ও পর্যটকরা পিকনিক বা একদিনের ভ্রমনের জন্য ভীড় জমাচ্ছেন মহুয়া নামক পিকনিক স্পটে। চা বাগান এর পাশে নদীর ধারে অনন্য সুন্দর এই পিকনিক স্পটটির অবস্থান আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে মহুয়া চা বাগানের পাশে তোর্সা নদীর ধারে।অদুরেই রয়েছে মনোমুগ্ধকর ভুটান পাহাড়। বিকালে পাহাড়ের খাঁজে সূর্যাস্তের দৃশ্য দেখা এক অনন্য অভিজ্ঞতা। শীতে শান্ত তোর্সা নদীর নীল জলের দিকে তাকিয়ে চা বাগানের শ্যামলিমার মাঝে বসে পিকনিক করতে হলে মহুয়ার বিকল্প আর পাওয়া যাবেনা।
ইচ্ছে হলে কাছাকাছি কোনো হোমস্টে বা লজে থেকে একদিনের জন্য এই স্থানে ঘুরতে এলে মন ভালো হতে বাধ্য। পিকনিক প্রেমী ও পর্যটকদের কাছে দিন দিন আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়ে উঠছে মহুয়া পিকনিক স্পট। উল্লেখ্য মহুয়া চা বাগানটি এক সময়ে সরকার অধিগৃহীত ছিলো। পরবর্তীতে চা বাগানটি বেসরকারি হয়ে যায় অ রুগ্ন চা বাগান হিসাবে ধুকতে থাকা চা বাগানে পরিণত হয়।বর্তমানে চা বাগানটির পরিস্থিতি করুন। চা শ্রমিকদের দাবি মহুয়া পিকনিক স্পটটিকে সরকারি ভাবে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুললে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।