আমুদরিয়া নিউজ: হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক মহিলা চিকিৎসক। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি। ঘটনা ঘিরে তুমুল হইচই মহারাষ্ট্রের সাতারায়। সাতরার ফলটনের উপ-জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক। গত বৃহস্পতিবার কর্তব্যরত চিকিৎসকের দেহ উদ্ধার হয় হাসপাতাল থেকেই। তাঁর বাঁ হাতের তালুতে লেখা ছিল, ‘‘পুলিশ ইনস্পেক্টর গোপাল বাদনেই আমার মৃত্যুর কারণ। ও আমাকে চার বার ধর্ষণ করেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে ও আমাকে ধর্ষণ, মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে।’’ সূত্রের খবর, তিনি এই বিষয়টি নিয়ে আগেও অভিযোগ জানিয়েছিলেন। জানা গিয়েছে, ১৯ জুন ফলটনের ডিএসপিকে ওই মহিলা চিকিৎসক একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি তিন পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলেও জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।