আমুদরিয়া নিউজ: গত জুলাই মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে টেসলা। মুম্বইয়ে একটি বিলাসবহুল শোরুমের উদ্বোধন হয়। এবার ভারতে তাদের প্রথম গাড়ি বিক্রি করল টেসলা। প্রথম ভারতীয় হিসাবে টেসলার মডেল ওয়াই গাড়ি কিনলেন মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী তথা শিবসেনা নেতা প্রতাপ সারনাইক। যে গাড়িটি মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী কিনেছেন, তা দাম ৬২ লক্ষ টাকা। গাড়ি হাতে পেয়ে পরিবহন মন্ত্রী বলেন, “ভারতে প্রথম টেসলা হাতে পেয়ে আমি খুব খুশি। এটা আমার কাছে গর্বের বিষয়। কোনও ডিসকাউন্ট পায়নি এই গাড়িতে, সম্পূর্ণ পেমেন্ট করেই গাড়ি কিনেছি। এই গাড়ি নিয়ে আমি আমার নাতিকে স্কুলে ছাড়তে যাব, যাতে আরও মানুষ এই গাড়ি দেখেন, ইলেকট্রিক গাড়ি সম্পর্কে জানেন এবং সেই গাড়ি কেনেন।”
