আমুদরিয়া নিউজ: ‘জিমে যাওয়ার প্রয়োজন নেই, মহিলারা বাড়ি বসে যোগাসন করুন’, দেশের হিন্দু মহিলাদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাড়লকর। শুক্রবার বীড় শহরে একটি জনসভায় যোগ দিয়ে হিন্দু মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘একটা বড় ষড়যন্ত্র চলছে। সেটা স্পষ্ট করে বুঝতে হবে। খুব ভাল কথা বলতে পারে, সকলের সঙ্গে ভাল ব্যবহার করে, এমন কারও ফাঁদে পা দেবেন না। প্রতারিত হতে পারেন।’’ একইসঙ্গে ওই বিধায়ক বলেন, “জিমে মহিলাদের কে প্রশিক্ষণ দিচ্ছেন তা ভালো করে জানা উচিত। যদি বাড়ির অল্পবয়সি মেয়েরা জিমে যায় তবে তাদের কাউন্সেলিং করানো উচিত।’’ কারও নাম না নিলেও গোপীচাঁদের এই মন্তব্য ভিন্ন সম্প্রদায়ের যুবকদের উদ্দেশে ছিল বলে মনে করা হচ্ছে। তাঁর দাবি, হিন্দু মহিলাদের প্রলুব্ধ করার চেষ্টা চলছে। গোপীচাঁদের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি।