আমুদরিয়া নিউজ: আজ থেকে বাংলা জুড়ে শুরু হল ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প। সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। রাজ্যের মোট ৮০ হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার। সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে, সেই সঙ্গে সমস্যা লিখিতভাবে নিয়ে গিয়ে জমা দিতে হবে। নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর লেখাতে হবে। মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে। পাশের ঘরে থাকছেন আধিকারিকরা। সমস্যা দেখে, কী করতে হবে সেটা আধিকারিকরাই বুঝিয়ে দেবেন। আগামী ৬০ দিন ধরে প্রায় ২৭ হাজারেরও বেশি ক্যাম্প চলবে গোটা রাজ্যজুড়ে। ১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত রাস্তার আলো, ছোট রাস্তার উন্নয়ন, কমিউনিটি হলের মেরামতি, উত্তরণ (বস্তি) গুলোর শৌচালয়ের উন্নয়ন, পানীয় জলের সমস্যা, জলাশয়ের সংস্কার, স্কুলের মেরামতি, সৌন্দর্যায়ন ইত্যাদি সমস্যার সমাধান হবে।
