আমুদরিয়া নিউজ : কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকের (DRC) পূর্বাঞ্চলের উভিরা শহর থেকে M23 বিদ্রোহী গোষ্ঠী সেনা প্রত্যাহার শুরু করেছে। বিদ্রোহীরা জানিয়েছে, এটি শান্তি প্রক্রিয়াকে সমর্থন এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপ। শহরটি গত সপ্তাহে দখল করে M23, যা সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত সৃষ্টি করে বহু মানুষকে বাস্তুচ্যুত করেছিল।
M23‑এর নেতা বলেছেন, সেনারা বৃহস্পতিবারের মধ্যেই শহর ছেড়ে চলে যাবে এবং তারা শহরের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। যদিও এই পদক্ষেপ শান্তিচুক্তির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে, কিন্তু অঞ্চলটি এখনো নিরাপদ নয়।