আমুদরিয়া নিউজ: আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ, এই সেলিব্রিটি দম্পতি প্রায় ৬০ কোটি টাকা প্রতারণা করেছেন এক ব্যবসায়ীর কাছ থেকে, যা তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে নেওয়া হয়েছিল। রাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দীপক কোঠারি। তাঁর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসার প্রসারের অজুহাতে তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা নিয়েছিলেন। এই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহৃত হয়েছে। এই অবস্থায় আর্থিক প্রতরণার অভিযোগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই এবার রাজ-শিল্পার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। যার ফলে, এবার ইচ্ছে করলেই যখন-তখন দেশের বাইরে যেতে পারবেন না রাজ-শিল্পা। অনুমতি সাপেক্ষেই এবার থেকে বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের। যদিও শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন।