আমুদরিয়া নিউজ: যান্ত্রিক ত্রুটির জেরে দিল্লি থেকে উড়তেই পারল না এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার এআই ২০১৭ বিমানটির দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীদের নিয়ে রানওয়ে থেকে উড়ানের জন্য প্রস্তুতও হয়ে গিয়েছিল বিমানটি। ঠিক সেই সময়েই যান্ত্রিক সমস্যা বিমানচালকদের নজরে আসে। ফলে রানওয়ে থেকেই ফিরিয়ে আনা হয় এয়ার ইন্ডিয়ার বিমানটিকে। পরে যাত্রীদের জন্য বিকল্প একটি বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থা। তবে উড়ানটিতে ঠিক কী ত্রুটি দেখা দিয়েছিল, তা বিমান সংস্থার তরফে জানানো হয়নি।
