আমুদরিয়া নিউজ: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটার। বুধবার স্পেনের জামোরা শহরে ঘটেছে দুর্ঘটনাটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে ছিলেন দিয়োগো এবং তাঁর ভাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ গাড়ি দুর্ঘটনাটি ঘটে। জোটার গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যায়। তারপরই তাঁদের গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যু হয় ২৮ বছরের পর্তুগিজ তারকা ও তাঁর ভাই আন্দ্রের। উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দিয়োগো। তিনটি সন্তানও রয়েছে তাঁর। পর্তুগালের জার্সিতে ৪৯টি ম্যাচ খেলেন জটা। গোল করেন ১৪টি। নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন জোটা। দু’বার তিনি দেশের হয়ে নেশনস লিগ জেতেন। লিভারপুলের জার্সিতে ১২৩টি ম্যাচ তিনি খেলেছিলেন। গোল করেছিলেন ৪৭টি।
