আমুদরিয়া নিউজ : বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদারকে সরিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। বুধবার রাতে ওই নির্দেশ দেওয়া হয়েছে। অনেক আইসির বদলি হয়েছে। তার মধ্যে লিটনবাবুর বদলি নিয়ে আলোচনা হচ্ছে নানা মহলে। কারণ, ২০২৫ এর মে মাসের শেষ দিকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডল ও লিটন হালদারের মধ্যে ফোনে কটূক্তি ও গালাগালির ঘটনা। এরপর তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। তিনি একটি বিবৃতিতে ক্ষমা চান। ৬ মাসের মাথায় সেই আইসিকে সরতে হল।