আমুদরিয়া নিউজ: আমেরিকার ফুটবল লিগের মাঝেই এক ম্যাচের জন্য নির্বাসিত লিওনেল মেসি ও জর্দি আলবা। দুই তারকার দল ইন্টার মায়ামির পরের ম্যাচ এফসি সিনসিনাটির বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না তাঁরা। গত বুধবার টেক্সাসে এমএলএস অল স্টারের সঙ্গে ম্যাচ ছিল মেক্সিকো লিগা এমএক্স অলস্টারের। কিন্তু সেই ম্যাচে খেলেননি মেসি ও আলবা। না খেলার কোনও কারণও দেখাননি তাঁরা। আর তাই তাঁদের মেজর লিগ সকারের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল। মেজর লিগ সকারের নিয়মে রয়েছে যে, অলস্টার ম্যাচে যাঁদের নেওয়া হবে, তাঁরা পর্যাপ্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকতে পারবেন না। এদিকে মেসির শাস্তিতে মন খারাপ তাঁর সমর্থকদের।