আমুদরিয়া নিউজ :মঙ্গলবার সকালে শিলিগুড়ির কাছেই একটি জনবহুল এলাকায় বাড়ির বাথরুমে ঢুকে বসেছিল চিতাবাঘ। অভিষেক প্রসাদের বাড়িতে। অভিষেক বাথরুমে ঢুকতেই চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে তাঁর উপরে। কোনমতে ধস্তাধস্তি করে চিতাবাঘটির কবল থেকে ছাড়া পান তিনি। চিতাবাঘটি পালায়। অভিষেককে মাটিগাড়া এলাকার একটি নার্সিংহোম ভর্তি করানো হয়েছে। যে বাড়িতে চিতাবাঘটি হানা দিয়েছে, সেটি শিলিগুড়ির বাগডোগরার রাস্তায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দির এলাকায়। বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকা। অদূরে চা বাগান রয়েছে। ঝোপঝাড়ও আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। ফলে, এলাকায় বেশ ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতর নজরদারি শুরু করেছে। চিতাবাঘটি ধরতে ওই এলাকায় খাঁচায় টোপ দেওয়া হতে পারে।