আমুদরিয়া নিউজ : মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়া ফেরিঘাট থেকে একটি স্পিডবোট এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে একটি লঞ্চে ধাক্কা মারলে সেটি উল্টে যায়। বুধবার বিকেল সওয়া পাঁচটার ঘটনা। লঞ্চটিতে ১১০ জন যাত্রী ছিলেন। তাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন অন্তত ৪০ জন। ওই দুর্ঘটনার পরে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
সেখানে দেখা যাচ্ছে, দুরন্ত গতিতে ছুটে যাওয়া স্পিডবোট আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারছে লঞ্চে। পুলিশের সন্দেহ, স্পিডবোট চালকের ভুলেই এমন হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।
 
					 
			 
		 
		 
		 
		