আমুদরিয়া নিউজ: বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা হাতছাড়া হল টেসলা কর্তা এলন মাস্কের। ব্লুমবার্গের সদ্যপ্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওই জায়গা দখল করলেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, নিউইয়র্কে বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এলিসনের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৯৩ বিলিয়ন মার্কিন ডলার। ঠিক সেই সময় মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ৩৮৫ বিলিয়ন ডলার। অর্থাৎ ৮ বিলিয়ন ডলার এগিয়ে গিয়েছেন এলিসন। ৮১ বছর বয়সি ল্যারি এলিসন ২০১৪ পর্যন্ত সংস্থার সিইও পদে ছিলেন। বর্তমানে চিফ টেকনোলজি অফিসার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। ওরাকলের ৪০ শতাংশ শেয়ার রয়েছে ল্যারির মালিকানায়। চলতি বছরের জুলাই মাসে মার্ক জুকারবার্গকে সরিয়ে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হন ল্যারি। এবার তিনি পিছনে ফেললেন এলন মাস্ককে।
