আমুদরিয়া নিউজ: জগদ্ধাত্রী পুজোর সপ্তমীতে বিপত্তি। হুগলির চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ। সেই সঙ্গে উলটে গেল সবচেয়ে বড় জগদ্ধাত্রী মূর্তিও। মূর্তির তলায় চাপা পড়ে আহত হয়েছেন সাত জন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মূর্তির ট্যাগ লাইন ছিল এই পুজোর। চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন। সূত্রের খবর, এবারের পুজোয় দর্শনার্থীদের বড় চমক দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। এদিকে ঘূর্ণি ঝড় মান্থার প্রভাবে এদিন দুপুরের পর থেকে আবহাওয়ার বদল ঘটতে শুরু করে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি চলতে থাকে। তাতেই ভেঙে পড়ে মণ্ডপের একাংশ ও প্রতিমা। ওই মণ্ডপ দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।