আমুদরিয়া নিউজ: লাইনচ্যুত হয়ে উলটে গেল ট্রাম। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত ১৮। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিজবনে। জানা গিয়েছে রাস্তার ঢাল বেয়ে নামার সময়ে আচমকা ট্রামটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। তারপরই সেটি উলটে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক এবং শিশু। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
