আমুদরিয়া নিউজ : ভারতীয় শাটলার লক্ষ্য সেন থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন,এক ঘন্টা ২০ মিনিট স্থায়ী পুরুষদের একক ম্যাচে আয়ারল্যান্ডের নাট নগুয়েনের কাছে সে ১৮-২১, ২১-৯, ১৭-২১ ব্যবধানে হেরে যান। অন্যদিকে আকর্ষি কাশ্যপ এবং উন্নতি হুদা বুধবার সুপার ৫০০ টুর্নামেন্টে কঠিন লড়াইয়ের পরে এগিয়ে গেছেন।